1
উপদেশক। 1:18
পবিত্র বাইবেল O.V. (BSI)
কেননা প্রজ্ঞার বাহুল্যে মনস্তাপের বাহুল্য হয়; এবং যে বিদ্যার বৃদ্ধি করে, সে ব্যাথার বৃদ্ধি করে।
Compare
Explore উপদেশক। 1:18
2
উপদেশক। 1:9
যাহা হইয়াছে, তাহাই হইবে; যাহা করা গিয়াছে, তাহাই করা যাইবে; সূর্য্যের নীচে নূতন কিছুই নাই।
Explore উপদেশক। 1:9
3
উপদেশক। 1:8
সমস্ত বিষয় ক্লান্তিজনক; তাহার বর্ণনা করা মনুষ্যের অসাধ্য; দর্শনে চক্ষু তৃপ্ত হয় না, এবং শ্রবণে কর্ণ তৃপ্ত হয় না।
Explore উপদেশক। 1:8
4
উপদেশক। 1:2-3
উপদেশক কহিতেছেন, অসারের অসার, অসারের অসার, সকলই অসার। মনুষ্য সূর্য্যের নীচে যে পরিশ্রমে পরিশ্রান্ত হয়, তাহার সেই সমস্ত পরিশ্রমে তাহার কি ফল দেখিতে পায়?
Explore উপদেশক। 1:2-3
5
উপদেশক। 1:14
সূর্য্যের নীচে কৃত সমস্ত কার্য্য আমি দেখিয়াছি; দেখ, সে সকলই অসার ও বায়ুভক্ষণ মাত্র।
Explore উপদেশক। 1:14
6
উপদেশক। 1:4
এক পুরুষ চলিয়া যায়, আর এক পুরুষ আইসে; কিন্তু পৃথিবী নিত্যস্থায়ী।
Explore উপদেশক। 1:4
7
উপদেশক। 1:11
পূর্ব্বকালীয় লোকদের বিষয় কাহারও স্মরণে নাই; এবং ভাবী কালে যাহারা জন্মিবে, তাহাদের বিষয়ও পরবর্ত্তী ভাবী কালের লোকদের স্মরণে থাকিবে না।
Explore উপদেশক। 1:11
8
উপদেশক। 1:17
আমি প্রজ্ঞা জানিতে, এবং ক্ষিপ্রতা ও অজ্ঞানতা জানিতে মনোযোগ করিলাম, আমি জানিলাম যে, তাহাও বায়ুভক্ষণ মাত্র।
Explore উপদেশক। 1:17
Home
Bible
Plans
Videos