1
1 বংশাবলি। 16:11
পবিত্র বাইবেল O.V. (BSI)
সদাপ্রভুর ও তাঁহার শক্তির অনুসন্ধান কর, নিয়ত তাঁহার শ্রীমুখের অন্বেষণ কর।
Compare
Explore 1 বংশাবলি। 16:11
2
1 বংশাবলি। 16:34
সদাপ্রভুর স্তব কর, কেননা তিনি মঙ্গলময়, তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
Explore 1 বংশাবলি। 16:34
3
1 বংশাবলি। 16:8
সদাপ্রভুর স্তব কর, তাঁহার নামে ডাক, জাতিগণের মধ্যে তাঁহার ক্রিয়া সকল জানাও।
Explore 1 বংশাবলি। 16:8
4
1 বংশাবলি। 16:10
তাঁহার পবিত্র নামের শ্লাঘা কর; সদাপ্রভুর অন্বেষীদের চিত্ত আনন্দ করুক।
Explore 1 বংশাবলি। 16:10
5
1 বংশাবলি। 16:12
স্মরণ কর তাঁহার কৃত আশ্চর্য্য কর্ম্ম সকল, তাঁহার অদ্ভুত লক্ষণ ও তাঁহার মুখের শাসন সকল
Explore 1 বংশাবলি। 16:12
6
1 বংশাবলি। 16:9
তাঁহার উদ্দেশে গীত গাও, তাঁহার প্রশংসা গান কর। তাঁহার আশ্চর্য্য কর্ম্ম সকল ধ্যান কর।
Explore 1 বংশাবলি। 16:9
7
1 বংশাবলি। 16:25
কেননা সদাপ্রভু মহান্ ও অতি কীর্ত্তনীয়, তিনি সমস্ত দেবতা অপেক্ষা ভয়ার্হ।
Explore 1 বংশাবলি। 16:25
8
1 বংশাবলি। 16:29
সদাপ্রভুর নামের গৌরব কীর্ত্তন কর, নৈবেদ্য সঙ্গে লইয়া তাঁহার সম্মুখে আইস, পবিত্র শোভায় সদাপ্রভুকে প্রণিপাত কর।
Explore 1 বংশাবলি। 16:29
9
1 বংশাবলি। 16:27
প্রভা ও প্রতাপ তাঁহার অগ্রবর্ত্তী, শক্তি ও আনন্দ তাঁহার বাসস্থানে বিদ্যমান।
Explore 1 বংশাবলি। 16:27
10
1 বংশাবলি। 16:23
সমস্ত ভুবন! সদাপ্রভুর উদ্দেশে গীত গাও, দিন দিন তাঁহার পরিত্রাণ ঘোষণা কর।
Explore 1 বংশাবলি। 16:23
11
1 বংশাবলি। 16:24
প্রচার কর জাতিগণের মধ্যে তাঁহার গৌরব, সমস্ত লোক-সমাজে তাঁহার আশ্চর্য্য কর্ম্ম সকল।
Explore 1 বংশাবলি। 16:24
12
1 বংশাবলি। 16:22
“আমার অভিষিক্ত ব্যক্তিগণকে স্পর্শ করিও না, আমার ভাববাদিগণের অপকার করিও না।”
Explore 1 বংশাবলি। 16:22
13
1 বংশাবলি। 16:26
কেননা জাতিগণের সমস্ত দেবতা অবস্তুমাত্র, কিন্তু সদাপ্রভু আকাশমণ্ডলের নির্ম্মাতা।
Explore 1 বংশাবলি। 16:26
14
1 বংশাবলি। 16:15
তোমরা তাঁহার নিয়ম অনন্তকাল স্মরণ করিও, সেই বাক্য তিনি সহস্র পুরুষপরম্পরার প্রতি আদেশ করিয়াছেন।
Explore 1 বংশাবলি। 16:15
15
1 বংশাবলি। 16:31
আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লাসিত হউক; লোকে জাতিগণের মধ্যে বলুক, সদাপ্রভু রাজত্ব করিতেছেন।
Explore 1 বংশাবলি। 16:31
16
1 বংশাবলি। 16:36
ধন্য হউন সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, অনাদিকাল অবধি অনন্তকাল পর্য্যন্ত। পরে সকল লোক কহিল, আমেন্, আর সদাপ্রভু প্রশংসা করিল।
Explore 1 বংশাবলি। 16:36
17
1 বংশাবলি। 16:28
জাতিগণের গোষ্ঠী সকল! সদাপ্রভুর কীর্ত্তন কর, সদাপ্রভুর গৌরব ও শক্তি কীর্ত্তন কর।
Explore 1 বংশাবলি। 16:28
Home
Bible
Plans
Videos