1
গীতসংহিতা 84:11
Pobitro Baibel
সত্যি ঈশ্বর সদাপ্রভুই সূর্য ও ঢালের মত; তিনি দয়া ও গৌরব দান করেন। যারা সৎ ভাবে চলে তাদের কোন ভাল জিনিস দিতে তিনি অস্বীকার করেন না।
Compare
Explore গীতসংহিতা 84:11
2
গীতসংহিতা 84:10
অন্য জায়গায় হাজার দিন কাটানোর চেয়ে তোমার ঘরের উঠানগুলোতে একটা দিন কাটানো অনেক ভাল; দুষ্ট লোকদের তাম্বুর মধ্যে বাস করার চেয়ে বরং আমার ঈশ্বরের ঘরের দরজার চৌকাঠের কাছে দাঁড়িয়ে থাকা অনেক ভাল।
Explore গীতসংহিতা 84:10
3
গীতসংহিতা 84:5
তোমার কাছ থেকে যারা শক্তি পায় তারা ধন্য। ধন্য তারা, যাদের অন্তরে সিয়োনে যাবার পথের চিন্তা রয়েছে।
Explore গীতসংহিতা 84:5
4
গীতসংহিতা 84:2
আমার প্রাণ সদাপ্রভুর ঘরের উঠানগুলো দেখবার জন্য আকুল হয়ে উঠেছে, আর সেজন্য আমার প্রাণ যেন বেরিয়ে যাচ্ছে; জীবন্ত ঈশ্বরের জন্য আমার দেহ ও মন আনন্দে চিৎকার করছে।
Explore গীতসংহিতা 84:2
Home
Bible
Plans
Videos