1
হিতোপদেশ 28:13
Pobitro Baibel
যে লোক নিজের পাপ গোপন করে তার উন্নতি হয় না, কিন্তু যে তা স্বীকার করে ত্যাগ করে সে করুণা পায়।
Compare
Explore হিতোপদেশ 28:13
2
হিতোপদেশ 28:26
যে নিজের জ্ঞানের উপর নির্ভর করে সে বিবেচনাহীন, কিন্তু যে ঈশ্বরের দেওয়া বুদ্ধির পথে চলে সে নিরাপদে থাকে।
Explore হিতোপদেশ 28:26
3
হিতোপদেশ 28:1
কেউ তাড়া না করলেও দুষ্ট লোক পালায়, কিন্তু ঈশ্বরভক্ত লোক সিংহের মত নির্ভয়ে বাস করে।
Explore হিতোপদেশ 28:1
4
হিতোপদেশ 28:14
যে লোক অন্যায় করতে সব সময় ভয় করে সে ধন্য, কিন্তু যে তার অন্তরকে কঠিন করে এবং অন্যায় করতে ভয় করে না সে বিপদে পড়ে।
Explore হিতোপদেশ 28:14
5
হিতোপদেশ 28:27
যে লোক গরীবকে দান করে তার অভাব হয় না, কিন্তু যে তাদের দেখে চোখ বুঁজে থাকে সে অনেক অভিশাপ কুড়ায়।
Explore হিতোপদেশ 28:27
6
হিতোপদেশ 28:23
যে লোক খোসামুদে কথা বলে তার চেয়ে যে সংশোধনের কথা বলে সে শেষে বেশী সম্মান পায়।
Explore হিতোপদেশ 28:23
Home
Bible
Plans
Videos