1
মথি 22:37-38-39
Pobitro Baibel
যীশু তাঁকে বললেন, “সবচেয়ে বড় এবং সবচেয়ে দরকারী আদেশ হল, ‘তোমরা প্রত্যেকে তোমাদের সমস্ত অন্তর, সমস্ত প্রাণ ও সমস্ত মন দিয়ে তোমাদের প্রভু ঈশ্বরকে ভালবাসবে।’ তার পরের দরকারী আদেশটা প্রথমটারই মত-‘তোমার প্রতিবেশীকে নিজের মত ভালবাসবে।’
Compare
Explore মথি 22:37-38-39
2
মথি 22:40
মোশির সমস্ত আইন-কানুন এবং নবীদের সমস্ত শিক্ষা এই দু’টি আদেশের উপরেই নির্ভর করে আছে।”
Explore মথি 22:40
3
মথি 22:14
গল্পের শেষে যীশু বললেন, “এইজন্য বলি, অনেক লোককে ডাকা হয়েছে কিন্তু অল্প লোককে বেছে নেওয়া হয়েছে।”
Explore মথি 22:14
4
মথি 22:30
মৃতেরা জীবিত হয়ে উঠবার পরে বিয়ে করবে না এবং তাদের বিয়ে দেওয়াও হবে না; তারা স্বর্গদূতদের মত হবে।
Explore মথি 22:30
5
মথি 22:19-21
যে টাকায় কর্ দেবে তার একটা আমাকে দেখাও।” তারা একটা দীনার যীশুর কাছে আনল। তখন যীশু তাদের বললেন, “এর উপরে এই ছবি ও নাম কার?” তারা বলল, “রোম-সম্রাটের।” যীশু তাদের বললেন, “তবে যা সম্রাটের তা সম্রাটকে দাও, আর যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও।”
Explore মথি 22:19-21
Home
Bible
Plans
Videos