1
আদিপুস্তক 25:23
পবিএ বাইবেল CL Bible (BSI)
প্রভু তাঁকে বললেন, তোমার গর্ভে রয়েছে দুটি জাতি, তোমার গর্ভজাত এই দুই জাতি পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে, একজাতি হবে অন্যের চেয়ে শক্তিমান, আর জ্যৈষ্ঠ হবে কনিষ্ঠের দাস।
Сравни
Разгледайте আদিপুস্তক 25:23
2
আদিপুস্তক 25:30
তিনি যাকোবকে বললেন ঐ লাল রঙের সুপ আমাকে খেতে দাও, আমি বড় ক্ষুধিত। এই কারণেই তাঁর নাম হল ইদোম (লাল)।
Разгледайте আদিপুস্তক 25:30
3
আদিপুস্তক 25:21
ইস্হাকের স্ত্রী বন্ধ্যা হওয়ায় তিনি তাঁর জন্য প্রভু পরমেশ্বরের কাছে বিনতি করলেন। প্রভু পরমেশ্বর তাঁর বিনতি গ্রাহ্য করলেন, তাঁর স্ত্রী রেবেকা গর্ভবতী হলেন।
Разгледайте আদিপুস্তক 25:21
4
আদিপুস্তক 25:32-33
এষৌ বললেন, দেখ আমি মরতে চলেছি, জন্মগত অধিকার নিয়ে আমি কি করব? যাকোব বললেন, তাহলে আজ তুমি আমার কাছে শপথ কর। এষৌ তাঁর কাছে শপথ করে নিজের জন্মস্বত্ব যাকোবের কাছে বিক্রি করে দিলেন।
Разгледайте আদিপুস্তক 25:32-33
5
আদিপুস্তক 25:26
তার সর্বাঙ্গ পশমের জামার মত লোমে আবৃত ছিল। তার নাম রাখা হল এষৌ। পরে তার ভাই ভূমিষ্ঠ হল, তার হাত এষৌর পায়ের গোড়ালি ধরে ছিল, তাই তার নাম রাখা হল যাকোব (চরণধারী)। ইস্হাকের ষাট বছর বয়সে এই দুই পুত্রের জন্ম হয়।
Разгледайте আদিপুস্তক 25:26
6
আদিপুস্তক 25:28
ইস্হাক এষৌকে বেশি ভালবাসতেন কারণ তাঁর শিকার করে আনা পশুর মাংস তিনি খেতেন।
Разгледайте আদিপুস্তক 25:28
Начало
Библия
Планове
Видеа