1
আদিপুস্তক 19:26
পবিএ বাইবেল CL Bible (BSI)
লোটের পিছনে যেতে যেতে তাঁর স্ত্রী পিছন দিকে ফিরে তাকাল আর সঙ্গে সঙ্গে সে লবণের স্তূপে পরিণত হয়ে গেল।
Сравни
Разгледайте আদিপুস্তক 19:26
2
আদিপুস্তক 19:16
প্রভু পরমেশ্বর তাঁর প্রতি দয়াপরবশ হওয়ার জন্য সেই ব্যক্তিরা তখন তাঁর এবং তাঁর স্ত্রী ও কন্যা দুটির হাত ধরে নগরের বাইরে নিয়ে গেলেন।
Разгледайте আদিপুস্তক 19:16
3
আদিপুস্তক 19:17
তাঁদের বাইরে নিয়ে এসে স্বর্গদূতদের একজন লোটকে বললেন, প্রাণ বাঁচাতে চাও তো পালাও, পিছনে তাকিও না কিম্বা এই উপত্যকার কোথাও দাঁড়িও না। পাহাড় অঞ্চলে পালিয়ে যাও, তা না হলে ধ্বংস হয়ে যাবে।
Разгледайте আদিপুস্তক 19:17
4
আদিপুস্তক 19:29
সেই উপত্যকার সমস্ত নগর ধ্বংস করার সময়, বিশেষ করে লোট যে নগরগুলিতে বাস করেছিলেন সেগুলি ধ্বংস করার সময় ঈশ্বর অব্রাহামের কথা স্মরণ করে লোটকে ধ্বংসের কবল থেকে নিষ্কৃতি দিলেন।
Разгледайте আদিপুস্তক 19:29
Начало
Библия
Планове
Видеа