আল্লাহ্ যেন তোমাকে আকাশের শিশির দেন,
আর তোমার জমিতে উর্বরতা দেন;
তাতে তুমি প্রচুর ফসল আর নতুন আংগুর-রস পাবে।
বিভিন্ন জাতি তোমার সেবা করুক,
আর সব লোক তোমাকে মাটিতে উবুড় হয়ে সম্মান দিক।
তোমার গোষ্ঠীর লোকদের তুমি প্রভু হও,
তারা তোমাকে মাটিতে উবুড় হয়ে সম্মান দিক।
যারা তোমাকে বদদোয়া দেবে
তাদের উপর বদদোয়া পড়ুক;
যারা তোমাকে দোয়া করবে
তাদের উপরে দোয়া নেমে আসুক।”