1
পয়দায়েশ 25:23
Kitabul Mukkadas
মাবুদ তাঁকে বললেন, “তোমার গর্ভে দু’টি ভিন্ন জাতির শুরু হয়েছে, জন্ম থেকেই তারা দু’টি ভিন্ন বংশ হবে। একটির চেয়ে আর একটির শক্তি বেশী হবে, বড়টি তার ছোটটির গোলাম হবে।”
Параўнаць
Даследуйце পয়দায়েশ 25:23
2
পয়দায়েশ 25:30
তিনি ইয়াকুবকে বললেন, “আমি খুব ক্লান্ত। তোমার ঐ লাল জিনিস থেকে আমাকে কিছুটা খেতে দাও।” এই কথার জন্য ইসের আর এক নাম হল ইদোম (যার মানে “লাল”)।
Даследуйце পয়দায়েশ 25:30
3
পয়দায়েশ 25:21
ইসহাকের স্ত্রী বন্ধ্যা ছিলেন বলে ইসহাক তাঁর জন্য মাবুদের কাছে ভিক্ষা চাইলেন। মাবুদ তা কবুল করলেন এবং রেবেকা গর্ভবতী হলেন।
Даследуйце পয়দায়েশ 25:21
4
পয়দায়েশ 25:32-33
ইস্ বললেন, “দেখ, আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, বড় ছেলের অধিকার দিয়ে আমি কি করব?” ইয়াকুব বললেন, “আগে তুমি আমার কাছে কসম খাও।” তখন ইস্ কসম খেয়ে বড় ছেলের অধিকার ইয়াকুবের কাছে বিক্রি করে দিলেন।
Даследуйце পয়দায়েশ 25:32-33
5
পয়দায়েশ 25:26
তারপর ইসের পায়ের গোড়ালি-ধরা অবস্থায় তার ভাইয়ের জন্ম হল। এইজন্য তার নাম রাখা হল ইয়াকুব (যার মানে “গোড়ালি-ধরা”)। ইসহাকের ষাট বছর বয়সে তাঁর স্ত্রীর গর্ভে এদের জন্ম হয়েছিল।
Даследуйце পয়দায়েশ 25:26
6
পয়দায়েশ 25:28
শিকার করা গোশ্ত খাওয়ার দিকে ইসহাকের একটা ঝোঁক ছিল বলে তিনি ইস্কে খুব ভালবাসতেন, কিন্তু রেবেকা ইয়াকুবকে খুব ভালবাসতেন।
Даследуйце পয়দায়েশ 25:28
Стужка
Біблія
Пляны чытаньня
Відэа