1
পয়দায়েশ 22:14
Kitabul Mukkadas
তিনি সেই জায়গাটার নাম দিলেন ইয়াহ্ওয়েহ্-যিরি (যার মানে “মাবুদ যোগান”)। সেইজন্য আজও লোকে বলে, “মাবুদের পাহাড়ে মাবুদই যুগিয়ে দেন।”
Параўнаць
Даследуйце পয়দায়েশ 22:14
2
পয়দায়েশ 22:2
আল্লাহ্ বললেন, “তোমার ছেলেকে, অদ্বিতীয় ছেলে ইসহাককে, যাকে তুমি এত ভালবাস তাকে নিয়ে তুমি মোরিয়া এলাকায় যাও। সেখানে যে পাহাড়টার কথা আমি তোমাকে বলব তার উপরে তুমি তাকে পোড়ানো-কোরবানী হিসাবে কোরবানী দাও।”
Даследуйце পয়দায়েশ 22:2
3
পয়দায়েশ 22:12
ফেরেশতা বললেন, “ছেলেটির উপর তোমার হাত তুলো না বা তার প্রতি আর কিছুই কোরো না। তুমি যে আল্লাহ্ভক্ত তা এখন বুঝা গেল, কারণ আমার কাছে তুমি তোমার ছেলেকে, অদ্বিতীয় ছেলেকেও কোরবানী দিতে পিছ্পা হও নি।”
Даследуйце পয়দায়েশ 22:12
4
পয়দায়েশ 22:8
ইব্রাহিম বললেন, “ছেলে আমার, পোড়ানো-কোরবানীর জন্য আল্লাহ্ নিজেই ভেড়ার বাচ্চা যুগিয়ে দেবেন।” এই সব কথা বলতে বলতে তাঁরা এগিয়ে গেলেন।
Даследуйце পয়দায়েশ 22:8
5
পয়দায়েশ 22:17-18
আমি নিশ্চয়ই তোমাকে অনেক দোয়া করব, আর আসমানের তারার মত এবং সমুদ্র-পারের বালুকণার মত তোমার বংশের লোকদের অসংখ্য করব। তোমার বংশের লোকেরা তাদের শত্রুদের শহরগুলো জয় করে নেবে, আর তোমার বংশের মধ্য দিয়ে দুনিয়ার সমস্ত জাতি দোয়া পাবে। তুমি আমার হুকুম পালন করেছ বলেই তা হবে।”
Даследуйце পয়দায়েশ 22:17-18
6
পয়দায়েশ 22:1
এই সমস্ত ঘটনার পর আল্লাহ্ ইব্রাহিমকে এক পরীক্ষায় ফেললেন। আল্লাহ্ তাঁকে ডাকলেন, “ইব্রাহিম।” ইব্রাহিম জবাব দিলেন, “এই যে আমি।”
Даследуйце পয়দায়েশ 22:1
7
পয়দায়েশ 22:11
এমন সময় মাবুদের ফেরেশতা বেহেশত থেকে তাঁকে ডাকলেন, “ইব্রাহিম, ইব্রাহিম!” ইব্রাহিম জবাব দিলেন, “এই যে আমি।”
Даследуйце পয়দায়েশ 22:11
8
পয়দায়েশ 22:15-16-15-16
মাবুদের ফেরেশতা বেহেশত থেকে ইব্রাহিমকে আবার ডেকে বললেন, “তুমি তোমার ছেলেকে, অদ্বিতীয় ছেলেকে কোরবানী দিতে পিছ্পা হও নি। সেইজন্য আমি মাবুদ নিজের নামেই কসম খেয়ে বলছি যে
Даследуйце পয়দায়েশ 22:15-16-15-16
9
পয়দায়েশ 22:9
যে জায়গার কথা আল্লাহ্ ইব্রাহিমকে বলে দিয়েছিলেন তাঁরা সেখানে গিয়ে পৌঁছালেন। সেখানে পৌঁছে ইব্রাহিম একটা কোরবানগাহ্ তৈরী করে তার উপর কাঠ সাজালেন। পরে ইসহাকের হাত-পা বেঁধে তাঁকে সেই কোরবানগাহের কাঠের উপর রাখলেন।
Даследуйце পয়দায়েশ 22:9
Стужка
Біблія
Пляны чытаньня
Відэа