1
পয়দায়েশ 13:15
Kitabul Mukkadas
যে সব জায়গা তুমি দেখবে তা আমি তোমাকে ও তোমার বংশকে চিরকালের জন্য দেব।
Параўнаць
Даследуйце পয়দায়েশ 13:15
2
পয়দায়েশ 13:14
লুত আলাদা হয়ে যাবার পর মাবুদ ইব্রামকে বললেন, “তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছ সেখান থেকে উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিমে একবার চেয়ে দেখ।
Даследуйце পয়দায়েশ 13:14
3
পয়দায়েশ 13:16
আমি তোমার বংশের লোকদের দুনিয়ার ধূলিকণার মত অসংখ্য করব। দুনিয়ার ধূলিকণা যদি কেউ গুণে শেষ করতে পারে তবে তোমার বংশের লোকদেরও গোণা যাবে।
Даследуйце পয়দায়েশ 13:16
4
পয়দায়েশ 13:8
তখন ইব্রাম লুতকে বললেন, “দেখ, আমরা দু’জনে নিকট আত্মীয়। সেইজন্য তোমার ও আমার মধ্যে এবং তোমার ও আমার রাখালদের মধ্যে কোন ঝগড়া-বিবাদ না হওয়াই উচিত।
Даследуйце পয়দায়েশ 13:8
5
পয়দায়েশ 13:18
তখন ইব্রাম তাঁর তাম্বু তুলে নিলেন এবং হেবরন এলাকার মম্রি নামে একজন লোকের এলোন বনের কাছে তা খাটালেন। সেখানেও তিনি মাবুদের প্রতি একটা কোরবানগাহ্ তৈরী করলেন।
Даследуйце পয়দায়েশ 13:18
6
পয়দায়েশ 13:10
তখন লুত চেয়ে দেখলেন জর্ডান নদীর দক্ষিণ দিকের সমভূমিতে প্রচুর পানি আছে এবং জায়গাটা দেখতে প্রায় মাবুদের বাগানের মত, আর তা না হলেও অন্ততঃ সোয়রে যাবার পথে মিসর দেশের মত। তখনও মাবুদ সাদুম ও আমুরা শহর ধ্বংস করে ফেলেন নি।
Даследуйце পয়দায়েশ 13:10
Стужка
Біблія
Пляны чытаньня
Відэа