1
ইউহোন্না 6:35
কিতাবুল মোকাদ্দস
ঈসা তাদেরকে বললেন, আমিই সেই জীবন-খাদ্য। যে ব্যক্তি আমার কাছে আসে, সে ক্ষুধার্ত হবে না এবং যে আমাতে ঈমান আনে, সে তৃষ্ণার্ত হবে না, কখনও না।
قارن
اكتشف ইউহোন্না 6:35
2
ইউহোন্না 6:63
রূহ্ই জীবনদায়ক, দৈহিক শক্তি জীবন দিতে পারে না; আমি তোমাদেরকে যেসব কথা বলেছি, তা রূহ্ ও জীবন
اكتشف ইউহোন্না 6:63
3
ইউহোন্না 6:27
যে খাদ্য নষ্ট হয়ে যায় সেই খাদ্যের জন্য পরিশ্রম করো না, কিন্তু সেই খাদ্যের জন্য পরিশ্রম কর, যা অনন্ত জীবন পর্যন্ত থাকে, যা ইবনুল-ইনসান তোমাদেরকে দেবেন, কেননা পিতা-আল্লাহ্ তাঁকেই সীলমোহরকৃত করেছেন।
اكتشف ইউহোন্না 6:27
4
ইউহোন্না 6:40
কারণ আমার পিতার ইচ্ছা এই, যে কেউ পুত্রকে দর্শন করে ও তাঁতে ঈমান আনে, সে যেন অনন্ত জীবন পায়; আর আমিই তাঁকে শেষ দিনে জীবিত করে তুলব।
اكتشف ইউহোন্না 6:40
5
ইউহোন্না 6:29
জবাবে ঈসা তাঁদেরকে বললেন, আল্লাহ্র কাজ এই, যেন তাঁতে তোমরা ঈমান আনো, যাঁকে তিনি প্রেরণ করেছেন।
اكتشف ইউহোন্না 6:29
6
ইউহোন্না 6:37
পিতা যাদের আমাকে দেন, তারা আমারই কাছে আসবে এবং যে আমার কাছে আসবে, তাকে আমি কোন মতে বাইরে ফেলে দেব না।
اكتشف ইউহোন্না 6:37
7
ইউহোন্না 6:68
শিমোন পিতর তাঁকে জবাবে বললেন, প্রভু, কার কাছে যাব? আপনার কাছে অনন্ত জীবনের কথা আছে
اكتشف ইউহোন্না 6:68
8
ইউহোন্না 6:51
আমিই সেই জীবন্ত খাদ্য, যা বেহেশত থেকে নেমে এসেছে। কেউ যদি এই খাদ্য খায়, তবে সে অনন্তকাল জীবিত থাকবে, আর আমি দুনিয়ার জীবনের জন্য যে খাদ্য দেব, তা আমার শরীর।
اكتشف ইউহোন্না 6:51
9
ইউহোন্না 6:44
পিতা, যিনি আমাকে পাঠিয়েছেন, তিনি আকর্ষণ না করলে কেউ আমার কাছে আসতে পারে না, আর আমি তাকে শেষ দিনে জীবিত করে তুলব।
اكتشف ইউহোন্না 6:44
10
ইউহোন্না 6:33
কেননা আল্লাহ্র খাদ্য তা-ই, যা বেহেশত থেকে নেমে আসে ও দুনিয়াকে জীবন দান করে।
اكتشف ইউহোন্না 6:33
11
ইউহোন্না 6:48
আমিই জীবন-খাদ্য।
اكتشف ইউহোন্না 6:48
12
ইউহোন্না 6:11-12
তখন ঈসা সেই রুটি কয়খানি নিলেন ও শুকরিয়া জানালেন এবং যারা বসেছিল তাদেরকে ভাগ করে দিলেন; সেভাবে মাছ কয়টি থেকেও যে যত চাইল তা তিনি তাদের দিলেন। আর তারা তৃপ্ত হলে তিনি তাঁর সাহাবীদেরকে বললেন, অবশিষ্ট গুঁড়াগাঁড়াগুলো সংগ্রহ কর, যেন কিছুই নষ্ট না হয়।
اكتشف ইউহোন্না 6:11-12
13
ইউহোন্না 6:19-20
এভাবে দেড় বা দুই মাইল বেয়ে গেলে পর তাঁরা ঈসাকে দেখতে পেলেন, তিনি সমুদ্রের উপর দিয়ে হেঁটে নৌকার কাছে আসছেন; এতে তাঁরা ভয় পেলেন। কিন্তু তিনি তাঁদেরকে বললেন, এ আমি, ভয় করো না।
اكتشف ইউহোন্না 6:19-20
الصفحة الرئيسية
الكتاب المقدس
خطط
فيديو