1
পয়দায়েশ 5:24
কিতাবুল মোকাদ্দস
হনোক আল্লাহ্র সঙ্গে গমনাগমন করতেন। পরে তিনি আর রইলেন না, কেননা আল্লাহ্ তাঁকে নিজের কাছেই তুলে নিলেন।
قارن
اكتشف পয়দায়েশ 5:24
2
পয়দায়েশ 5:22
মুতাওশালেহের জন্মের পর হনোক তিন শত বছর আল্লাহ্র সঙ্গে গমনাগমন করলেন এবং আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন।
اكتشف পয়দায়েশ 5:22
3
পয়দায়েশ 5:1
আদমের বংশের বর্ণনা এই— যেদিন আল্লাহ্ মানুষ সৃষ্টি করলেন, সেদিন আল্লাহ্র সাদৃশ্যেই তাঁকে সৃষ্টি করলেন
اكتشف পয়দায়েশ 5:1
4
পয়দায়েশ 5:2
পুরুষ ও স্ত্রী করে মানবজাতি সৃষ্টি করলেন, তিনি সেই সৃষ্টিদিনে তাঁদের দোয়া করে নাম দিলেন আদম।
اكتشف পয়দায়েশ 5:2
الصفحة الرئيسية
الكتاب المقدس
خطط
فيديوهات