1
আদিপুস্তক ১৮:14
পবিত্র বাইবেল (কেরী ভার্সন)
কোন কর্ম কি সদাপ্রভুর অসাধ্য? নিরূপিত সময়ে এই ঋতু আবার উপস্থিত হইলে আমি তোমার কাছে ফিরিয়া আসিব, আর সারার পুত্র হইবে।
قارن
اكتشف আদিপুস্তক ১৮:14
2
আদিপুস্তক ১৮:12
অতএব সারা মনে মনে হাসিয়া কহিলেন, আমার এই শীর্ণ দশার পরে কি এমন আনন্দ হইবে? আমার প্রভুও ত বৃদ্ধ।
اكتشف আদিপুস্তক ১৮:12
3
আদিপুস্তক ১৮:18
অব্রাহাম হইতে মহতী ও বলবতী এক জাতি উৎপন্ন হইবে, এবং পৃথিবীর যাবতীয় জাতি তাহাতেই আশীর্বাদ প্রাপ্ত হইবে।
اكتشف আদিপুস্তক ১৮:18
4
আদিপুস্তক ১৮:23-24
পরে অব্রাহাম নিকটে গিয়া কহিলেন, আপনি কি দুষ্টের সহিত ধার্মিককেও সংহার করিবেন? সেই নগরের মধ্যে যদি পঞ্চাশ জন ধার্মিক পাওয়া যায়, তবে আপনি কি তথাকার পঞ্চাশ জন ধার্মিকের অনুরোধে সেই স্থানের প্রতি দয়া না করিয়া তাহা বিনষ্ট করিবেন?
اكتشف আদিপুস্তক ১৮:23-24
5
আদিপুস্তক ১৮:26
সদাপ্রভু কহিলেন, আমি যদি সদোমের মধ্যে পঞ্চাশ জন ধার্মিক দেখি, তবে তাহাদের অনুরোধে সেই সমস্ত স্থানের প্রতি দয়া করিব।
اكتشف আদিপুস্তক ১৮:26
الصفحة الرئيسية
الكتاب المقدس
خطط
فيديو